ভূপেন্দ্র নাথ রায়’র কবিতা-অব্যক্ত কথা
অব্যক্ত কথা
—- ভূপেন্দ্র নাথ রায়
—- ভূপেন্দ্র নাথ রায়
কবিতায় আর কি লিখব,
তোমাকে নিয়ে কি আর স্বপ্ন আঁকব,
সব পরিপূর্ণতা তো তোমারই,
আমি উপলক্ষ্য মাত্র,
ভালবেসে উজার করে,
কত টুকুই না দেব?
এসব হয়তো নিছক বাচালতা,
প্রেম সেতো একটি শিশির বিন্দু,
নিমিষে মিলিয়ে যাবে, হতাশার অতলে,
আর তুমিও খুজে ফিরবে তখন,
নতুন পথের যাত্রীকে।।
তোমাকে নিয়ে কি আর স্বপ্ন আঁকব,
সব পরিপূর্ণতা তো তোমারই,
আমি উপলক্ষ্য মাত্র,
ভালবেসে উজার করে,
কত টুকুই না দেব?
এসব হয়তো নিছক বাচালতা,
প্রেম সেতো একটি শিশির বিন্দু,
নিমিষে মিলিয়ে যাবে, হতাশার অতলে,
আর তুমিও খুজে ফিরবে তখন,
নতুন পথের যাত্রীকে।।