নীলিমা সরকার এর কবিতা ।। অয়োম-ময় অন্তর
অয়োম-ময় অন্তর
———————— নীলিমা সরকার
কি নিষ্ঠুর! কি নির্মম! অয়ো-ময় অন্তর!
তপ্ত বালুকাবেলার শেষে গোধুলীর –
এক টুকরো হাসি দেখতে শুরু হয় –
অপেক্ষার লম্বা সময়ের বহর,
দেখা হয়না।
অপেক্ষা বুভুক্ষ অস্তিত্ব নিয়ে বিস্তির্ন রাত,
জোসনার অঝোর বৃষ্টির ক’ফোটা –
আমার তৃষনার্ত চাতক কন্ঠনালী –
শিক্ততায় সার্থক করতে জনম,
এ আমার কামনা।
মেঘের অন্তরা ফাটল হতে গড়িয়ে পরা
কয়েক বিন্দু জোসনা পানে তৃপ্ত –
এই পিয়াসী বিনিদ্র আঁধারের –
বিশ্বস্ত সহচর হয়ে ধন্য,
যদিও দেখা দিলেনা।
একে একে সমস্ত পথ পেরিয়ে আবারো-
দিনের উপহাসের বেনেল্লাপনায়-
অবস্থান নেওয়া নারকীয় বিষ্বাদে-
রক্তক্ষরন হৃদয়ের গভীরতায়,
তবু জোসনা বিলাবে না।