গোপালপুরে ‘আওয়াজ গোপালপুর’ নামক স্মরণিকার মোড়ক উন্মোচন
মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলের গোপালপুরে রনলা (রবীন্দ্র, নজরুল ও লালন) সাহিত্য সংসদের উদ্যোগে ‘আওয়াজ গোপালপুর’ নামক স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল দুপুরে পৌরশহরের সূতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ে স্থানীয় কবি সাহিত্যিকদের মিলন মেলায় আনুষ্ঠানিকভাবে স¥রণিকাটির মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট কবি ও ছড়াকার আব্দুস ছাত্তার পলাশী এবং জোয়াহের আলী আহমেদ।
রনলা সাহিত্য সংসদ গোপালপুর উপজেলা শাখার সভাপতি ও বিশিষ্ট লেখক জয়নুল জমসের এর সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন গোপালপুর উপজেলা সভাপতি এম আজমল খান, উপজেলা কৃষি উপ-সহকারি অফিসার ও লেখক মো. ইদ্রিস হোসেন এবং শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুয়ারা ময়না প্রমূখ।
সংগঠনটির উপজেলা সম্পাদক খন্দকার আব্দুল মজিদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন মির্জা হাসানুল ইসলাম চয়ন, লেখক শিবু চন্দ্র গৌড়, কবি ও সাহিত্যিক ডা. অমৃত দেবনাথ, কবি আব্দুল জলিলসহ উপজেলার প্রবীন-নবীন লেখক ও স্থানীয় শতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ।