মসজিদের সেফটি ট্যাংকে স্ত্রীর মরদেহ : আটক পাষন্ড স্বামী যুবলীগ নেতা
বুধবার বিকেলে উপজেলার নাগরীর রাথুরা দক্ষিণপাড়া জামে মসজিদের সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নাসিমা আক্তার(৩৬) যুবলীগ নেতা মাসুম আকন্দের দ্বিতীয় স্ত্রী ছিলেন।
স্থানীয়রা জানান, মাসুম ও নাসিমার মধ্যে পরকীয়া সম্পর্কের সূত্র ধরে দুই বছর আগে তাদের বিয়ে হয়। তিনি নাগরী ইউনিয়ন পরিষদের মহিলা সংরক্ষিত আসনের সাবেক ইউপি সদস্য ছিলেন। নিহত নাছিমা উপজেলার সেনপাড়া গ্রামের মো. সোবহান আলীর মেয়ে।
নাসিমার ভাই সোলায়মান জানান, আমার বোনের ৪৫ লক্ষ টাকা ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুমকে না দেয়ায় স্ত্রী নাসিমাকে হত্যার পর সেফটি ট্যাংকে মরদেহ ঘুম করে। তিনি আরো জানান, বোন নিখোঁজের ঘটনায় গত বছরের ১০ নভেম্বর কালিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
কালীগঞ্জ থানাধীন উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. গোলাম মাওলা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, মাসুমের স্ত্রী নাসিমা আক্তার গত বছরের ৯ নভেম্বর স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হন। নিখোঁজের দুই মাস পর তার মরদেহ বুধবার বিকেলে রাথুরা দক্ষিণপাড়া জামে মসজিদের টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়।
মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।