আফগানিস্তান ও বাংলাদেশ যুবাদের ম্যাচ পরিত্যক্ত
স্পোর্টস ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তাই দ্বিতীয় ম্যাচে প্রত্যাশার পারদ আরও উঁচুতে ছিল যুবাদের। কিন্তু বৃষ্টির কারণে তা আর হয়ে ওঠেনি। দফায় দফায় বৃষ্টির পর শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন আম্পায়াররা। সিরিজে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশের যুবারা।
প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যচেও টস ভাগ্যটা বাংলাদেশ দলের বিপক্ষে যায়। টস হেরে ব্যাটিংয়ে নেমে দফায় দফায় বৃষ্টি বিড়ম্বনা ভূগিয়েছে তাদের। বাংলাদেশের ব্যাটিংকালে বৃষ্টিতে তিন দফা খেলা বন্ধ হয়। তৃতীয় দফা দুপুর দেড়টার দিকে বৃষ্টির জন্য খেলা বন্ধ হওয়ার আগে ব্যাটসম্যান কাজী অনিকের ব্যাটিং ঝলক দেখে উল্লসিত হন উপস্থিত হাজার খানেক দর্শক। অনিক পরপর তিনটি ছক্কা হাঁকালে উৎসবে মেতে উঠে গ্যালারি। ব্যক্তিগত ৩২ রানে ফিরেন অনিক। ২৫ বলের ইনিংসে একটি চারও মারেন তিনি।
স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলেন মোহাম্মদ রাকিব। দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান করেন মাহিদুল ইসলাম। এছাড়াও ২৬ রান করেছেন অধিনায়ক সাইফ হাসান। ইনিংসের ৪৩ ওভারে ৯ উইকেটে বাংলাদেশ ১৮২ রান সংগ্রহ করলেই বৃষ্টি আঘাত হানে। ড্রেসিংরুমে ফিরে যাওয়া বাংলাদেশের ইনিংসের সমাপ্তি হয় এখানেই। আফগানদের পক্ষে ৫০ রানের খরচায় ৪টি উইকেট নিয়েছেন ইউসুফ জাজাই। এছাড়া ৩টি উইকেট পান মুজিব উর রহমান।
এর আগে বাংলাদেশের ব্যাটিং ইনিংসের ১৪.৪ ওভারে প্রথমবার বৃষ্টি আঘাত হানে। তখন টাইগার যুবাদের দলীয় সংগ্রহ ছিলো ২ উইকেটে ৫২। এরপর আবারো খেলা শুরু হয়ে দ্বিতীয় দফা বৃষ্টির কবলে পড়ে ম্যাচ ইনিংসের ৩৩.১ ওভারে।