রওশন হাসান এর কবিতা- একমুঠো শরত সমীক্ষণ
একমুঠো শরত সমীক্ষণ
—————————— রওশন হাসান
মেঘের আচ্ছাদনে আকাশ সুনীল
সংকেত পরিবর্তনে হাওয়ার অন্বেষণ
স্মৃতি-বিস্মৃতির ব্যাকুল সমাগম
মৃদু কুয়াশায় রহস্যময়তা গ্রাস করে সর্বোচ্চ স্তর
গৃহহীন ভাবনারা রেখে যায় ব্রাত্য সময়ের ঋন l
ত্বকে ত্বকে মিলনে যে প্রেম পেয়েছিলো পূর্ণাঙ্গতা
ক্ষীন বিরহে কী পীড়নে মুছে যায়
এক উৎপীড়নে সব শূন্যতায় মেশে
স্বজ্ঞায় সুগম্ভীরতায় রঙের প্রণয়ে
এক বোধে আবর্তিত কন্টকপ্রানে
আমার যা নয়, ইতস্ততঃ কেন কথা কয়?
অনুসৃত খেয়ালে জমে থাকে মৌন অবসাদ
জলীয়বাষ্পে বিস্রুত বিলাপে ভাসমান কারও মুখ
দিপ্ত আলোর দিগন্ত পারাবারে
অকুল প্রত্যাশার সমন্বয়ে
মনঃসমীক্ষণের উদাসীন চেতনায়
বিনিময়ে বিনিয়োগে কুড়িয়েছি এক মুঠো শরতের ঘ্রাণ