এখনই প্রশ্নফাঁস পুরোপুরি বন্ধ সম্ভব নয়: শিক্ষামন্ত্রী
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
প্রশ্নফাঁস রোধে সব ব্যবস্থা নেয়া হচ্ছে-তবে এখনই প্রশ্নফাঁস পুরোপুরি বন্ধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষাবিদদের সঙ্গে বৈঠকের পর এ মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, প্রশ্নফাঁস দীর্ঘদিন ধরে চলে আসছে। তবে এখন আগের চেয়ে বিষয়টি বেশি প্রচার পাচ্ছে। প্রশ্নফাঁসের জন্য কিছু শিক্ষককে দায়ী করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, অপতৎপরতা ঠেকাতে পরীক্ষার আধা ঘণ্টা আগে হলে প্রবেশের নিয়ম করা হয়েছে।