ওমরাহ পালন করতে কোন ফি লাগবে না
ইসলামি ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
এখন থেকে ওমরাহ পালন করতে কোন ফি লাগবে না বলে জানিয়েছে সৌদি হজ মন্ত্রণালয়। রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস মঙ্গলবার তাদের ফেসবুক পেজে এই ঘোষণার কথা জানায়।
প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মুসলিম ওমরাহ পালনের জন্য মক্কায় যান। এতদিন ওমরাহ পালনের জন্য মুসল্লিদের নির্দিষ্ট ফি পরিশোধ করতে হতো।
তবে সৌদি কর্তৃপক্ষের নতুন ঘোষণার ফলে মুসল্লিদের আর সেই খরচ বহন করতে হবে না। ফলে এখন থেকে অধিক সংখ্যক মুসল্লি ওমরাহ পালনে যাবেন বলে ধারণা করা হচ্ছে।
যদিও ওমরায় গিয়ে মুসল্লিদের থাকা, খাওয়া, ভ্রমণের খরচ নিজেদেরকেই করতে হবে। মুসল্লিরা চাইলে ওমরা পালনের পাশাপাশি পুরো সৌদি আরবও ঘুরে দেখতে পারবেন।
ওমরাহ ভিসায় পুরো সৌদি আরব ভ্রমণ করার যে বাধা ছিল, গত বছর সৌদি ট্যুরিজম অ্যান্ড ন্যাশনাল হেরিটেজ কমিশনের ঘোষণায় সেই বাধা দূর হয়ে যায়।