গোপালপুরে স্বরচিত ছড়া ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত

 

মো. সেলিম হোসেন, গোপালপুরঃ কবি প্রকৃত পক্ষে একজন মানুষ এবং তিনি মানুষের কথা বলেন। তবে, তিনি সাধারণ মানুষের চেয়ে আলাদা। কারণ, তিনি সাধারণ মানুষের চেয়ে অধিক প্রাণবন্ত, বোধ, উদ্দিপনা ও মমতা সম্পন্ন মানুষ। উত্তর টাঙ্গাইলের সেই কবি-সাহিত্যিক ও লেখকদের অংশগ্রহনে আজ শুক্রবার সকাল ১০টায় গোপালপুরের সূতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ের হলরুমে স্বরচিত ছড়া ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়।

বাংলা সাহিত্যাঙ্গণে উত্তর টাঙ্গাইলের শ্রেষ্ঠ প্রাণপুরুষ ও বাংলার বাঘ উপাধি প্রাপ্ত সাহিত্যিক অধ্যাপক বানীতোষ চক্রবর্তী’র সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অধ্যাপক মির্জা মহিউদ্দিন, কবি অধ্যাপক বাদল মাহমুদ, বিশিষ্ট কবি দিদারুল ইসলাম, অধ্যাপক ড. মমতাজ বেগম, কবি অধ্যাপক শাজু রহমান, কবি মামুন তরফদার, কবি আজাদ কামাল, কবি আব্দুছ সাত্তার পলাশী, এম আজমল খান, সাবেক কাউন্সিলর মুহাম্মদ সাইফুল ইসলাম প্রমূখ।

কবি খালেক মাহমুদ এর সঞ্চালনায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উত্তর টাঙ্গাইলের কয়েক উপজেলা থেকে আগত প্রবীন-নবীন লেখক ও কবিগণ তাদের স্বরচিত ছড়া ও কবিতা পাঠ করেন।

প্রয়াত কবি রফিক আজাদ স্মরণে এক মিনিট নিরবতা পালন ও তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!