রাজধানী বিএএফ শাহীন কলেজের শিক্ষক গ্রেফতার
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের অভিযোগে রাজধানীর বিএএফ শাহীন কলেজের এক শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। শিক্ষকের নাম গোলাম কিবরিয়া, তিনি বিএএফ কলেজের বাণিজ্য বিভাগে শিক্ষকতা করেন।
বুধবার গভীর রাতে তেজগাঁওয়ের আরজতপাড়ার ৬৬৩, শাহীনবাগের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
বিএএফ শাহীন কলেজের সোহানুর রহমান নামের এক শিক্ষার্থী থানায় মামলা দায়ের করে। ঐ মামলায় শিক্ষককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডেরে আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।
- কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।