রওশন হাসান এর কবিতা-কাহারবা সম্প্রীতি
কাহারবা সম্প্রীতি
——-রওশন হাসান
আঁধারেতে ছিলো আড়াল বিজলী-লতা
সৌরভী ফুলের নির্যাস
ঠিকরে পড়া জোৎস্নায় নিমগ্ন ঘাস।
পায়ে পায়ে ঝংকৃতি হরিৎ হরিণী গতি
নয়নে অপরূপ বিস্ময় সতৃষ্ণ জ্যোতি
মাটি ও জলের কাছাকাছি অসুর পূ্র্বাভাস
রৌদ্দুর বায়ুতে বাঁচে ঘাসফুল নিঃশ্বাস।
প্রজাপতি গুনগুন পাখিদের ধুন
কাহারবা মেঘে মমতার সম্প্রীতি
মাতলো আকাশ উতল প্রকাশ
বৃক্ষরাজির নুয়ে পড়া পত্রে মৌন ছায়াপ্রীতি।
কবিতাটিতে একটি হিন্দি শব্দ ব্যবহৃত হয়েছে।