কুষ্টিয়ায় হত্যা মামলায় বাবা-মাসহ ছেলের যাবজ্জীবন
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
কুষ্টিয়ার কুমারখালী থানার চরবানিয়াপাড়া গ্রামে ওসমান গনি তুহিন (২৫) হত্যা মামলায় বাবা, মা ও ছেলের যাবজ্জীবন কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার দুপুরে কুষ্টিয়া দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন – কুষ্টিয়া শহরের আড়ূয়াপাড়া এলাকার মৃত রাকাত আলী সর্দ্দারের ছেলে মেজবার রহমান (৫৫), মেজবার রহমানের স্ত্রী মোছা. রঞ্জনা খাতুন (৪৮) ও ছেলে রইচ উদ্দিন (২৫)। রায় ঘোষণার সময় অসামি রইচ উদ্দিন বাদে বাকি দুইজন আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১২ইং সালের ১ জুন মামলার বাদী শহিদুল ইসলাম তার ছেলে ওসমান গনি তুহিন ও স্ত্রী মঞ্জুরা খাতুনকে সঙ্গে নিয়ে কুমারখালীর চরবানিয়াপাড়া গ্রামের শ্বশুর বাড়িতে যান। ওই দিন বিকেলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তর্ক বির্তকের এক পর্যায়ে আসামি রইচ উদ্দিন ও তার সহযোগীরা তুহিনের বুকে ছুরিকাঘাত করে হত্যা করে। ঘটনার দিনই নিহত তুহিনের বাবা শহিদুল ইসলাম বাদী হয়ে কুমারখালী থানায় হত্যা মামলা করেন।
কুষ্টিয়া জজকোর্টের পিপি অ্যাড. অনুপ নন্দী জানান, মামলাটির তদন্ত শেষে ২০১৩ইং সালের অক্টোবরে আদালতে অভিযোগ পত্র দাখিল করে পুলিশ। দীর্ঘ সাক্ষ্য শুনানি শেষে আদালত এ রায় দিলেন।