সাইফুল ইসলাম এর কবিতা-কৃপা করো মরে
কৃপা করো মরে
এম. সাইফুল ইসলাম
অফুরন্ত তব ভান্ডারে আছে
সঞ্চিত কত ধন!
কৃপা করো ওগো প্রভূ সুখে রাখ
সারাটি জীবন।
করুনা করে গড়িলে তুমি
সুন্দর এ বিশ্ব!
তবে কেন তুমি মোরে
করে রেখেছ নিঃস্ব।
ভিখারী করে মোরে তুমি
কি উল্লাস পাও?
ওগো প্রভূ কাঁদি আমি
এইকি তুমি চাও?
কি ক্ষতি হবে তোমার
করিলে মরে দান!
কাঙাল আমি কৃপা করে
বাড়াও মোর মান।
দয়া কর কৃপা কর
তুমি যে দয়ার সাগর
প্রেমজালা ঘুচাও ওগো
তুমিযে প্রেমের নাগর।