খানসামায় আন্তর্জাতিক নারী দিবসে উন্নয়ন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত
ভূপেন্দ্র নাথ রায়, দিনাজপুর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দিনাজপুরের খানসামায় বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে, ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে নারী উন্নয়ন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “সময় এখন নারীর; উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্ম জীবন ধারা” এই শ্লোগানকে সামনে রেখে নারী উন্নয়ন মেলার ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোঃ সহিদুজ্জামান শাহ্।
উদ্বোধন শেষে উপজেলা চত্বরে আলোচনা সভায় মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোখলেছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও খানসামা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপপ্রাপ্ত) মোঃ সাইফুল ইসলাম, কৃষি কর্মকর্তা মোঃ আফজাল হোসেন, ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ, আইনুল হক শাহ্, সফিকুল ইসলাম, সাজেদুল হক সাজু, হাফিজ সরকার, আ স ম আতাউর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। নারী উন্নয়ন মেলায় বিভিন্ন ধরনের ৮ টি স্টল সুসজ্জিত ভাবে সাজানো রয়েছে। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।