খানসামায় জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন পালিত
দিনাজপুর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দিনাজপুরের খানসামা উপজেলায় ১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৮তম জন্ম দিন ও শিশু দিবস পালিত হয়েছে।
শনিবার খানসামা উপজেলা আওয়ামী লীগ , উপজেলা প্রশাসন ও ৬ নং গোয়ালডিহি ইউপির আয়োজনে পৃথক পৃথক ভাবে এ দিবস পালিত হয়েছে।
সকাল সাড়ে ৮টায় উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়নের নেতৃত্বে পাকেরহাট কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞলী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহম্মেদ শাহ্, খামারপাড়া ইউপি চেয়ারম্যান সাজেদুল হক সাজু, নিউ পাকেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নুরল ইসলাম, আঙ্গারপাড়া ইউপি আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক ধীমান দাস, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রেজাউল করিম সহ প্রমুখ।
সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলামের নেতৃত্বে উপজেলা চত্বর হতে র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে শিশু সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন খানসামা থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সহ উপজেলায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ। অন্যদিকে সকাল সাড়ে ১০ টায় ৬ নং গোয়ালডিহি ইউপির চেয়ারম্যান মোঃ আইনুল হক শাহ এর সভাপতিত্বে ইউপি সভাকক্ষে গোয়ালডিহি ইউপি আওয়ামী লীগ, গোয়ালডিহি ইউনিয়ন পরিষদ ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সভাপতি ডা. আকবর আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক বাবু অনন্ত কুমার, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মামুনুর রশিদ, ইউপি সদস্য মাসুদ রানা বাবু, প্রমথ রায়, তাজমিনা বেগমসহ প্রমুখ।