খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা প্রধানকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি
অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিজস্ব নিরাপত্তা বাহিনীর (সিএসএফ) প্রধান কর্নেল (অব.) তৌহিদুল ইসলাম চৌধুরীকে নাশকতা মামলায় কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
গ্রেফতারের দুই দিন পর শনিবার তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ৫দিনের রিমাণ্ড চায় পুলিশ। পরে বিচারক ওই আবেদন না মঞ্জুর করে তাকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
২৭ ডিসেম্বর তৌহিদুলকে রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসা থেকে আটক করে পুলিশ। পরে শাহবাগ থানার নাশকতার পুরোনো একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। তার আইনজীবী বোরহান উদ্দিন সাংবাদিকদের জানান, শাহবাগ থানায় গত ২০ ফেব্রুযারির একটি নাশকতার মামলায় তাকে সন্দেহভাজন আসামি হিসেবে আটক করেছিল পুলিশ।
অথচ ওই মামলার এজাহারে তার নাম ছিল না। অন্য কোনো আসামিও তার নাম বলেননি। সংসদ নির্বাচনকে সামনে রেখে হয়রানি করার জন্য ১১ মাসের পুরোনো মামলায় তাকে গ্রেফতার করা হয়।