ঘাটাইলে শোক দিবসের খিচুরির হাড়িতে পড়ে শিশুর মৃত্যু
এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের যুগিহাটী বটতলা এলাকায় জাতীয় শোক দিবসের জন্য রান্না করা গরম খিচুরির হাড়িতে পড়ে মাঈনুল (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় ওই শিশুর বড় ভাইয়ের শরীরও দগ্ধ হয়। দুপুরে এই ঘটনার পর সন্ধ্যায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে শিশুটির মৃত্যু হয়।
নিহত শিশুর বড় ভাই নাজমুল (৭) গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।
তারা ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের যুগিহাটী গ্রামের হাসমত আলীর ছেলে।
আনেহলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তালুকদার মোহাম্মদ শাহজাহান জানান, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আনেহলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের স্থানীয় আওয়ামী লীগ যুগিহাটী বটতলা নামকস্থানে গণভোজের আয়োজন করে। ভোজের খিচুরি রান্না করার সময় নাজমুল তার ছোট ভাই মাঈনুলকে কাঁধে উপর চড়িয়ে খিচুরি রান্না দেখছিলো। খিচুরি চুলা থেকে নামানোর পর নাজমুল হাড়িতে থাকা খিচুরি দেখার জন্য উঁকি দেয়। তখন ভারসাম্য হারিয়ে মাঈনুল গরম খিচুরির হাড়িতে পড়ে যায়। নাজমুলও হাড়িতে পরে দগ্ধ হয়।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে তাদের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে দু’ভাইকে ভর্তির পর সন্ধ্যার দিকে মাঈনুল মারা যায়।
এ ব্যাপারে ঘাটাইল থানার পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন জানান, ঘটনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছিলো। স্থানীয় লোকজনের কাছ থেকে জানা গেছে নিহত শিশু ও তার ভাই অসাবধাণতা বশত গরম খিচুরির হাড়িতে পড়ে যায়।
- কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।