সুমন ইসলাম এর কবিতা-খোলা চিঠির খাম
খোলা চিঠির খাম
—-সুমন ইসলাম
ডাকপিয়ন কড়া নেড়ে দিল দরজায়
ভয় গ্রাস করছে ভোরের আলোয় স্নিগ্ধতায়
বিদ্যুৎ চমকালো, নাকি বাতি নিভলো
অমৃত নাকি বিষ এলো চিঠিতে
প্রত্যাশার ভয়ে ভীতু সময় ভাবনাতে
ভালোবাসার বিরুদ্ধে ভালোবাসা
সর্ম্পকের বিরুদ্ধে জীবন
লড়বে না ডাকপিয়ন, করেছে আমন্ত্রণ
এ লড়াইয়ে একমাত্র যোদ্ধা আমি
লড়তে হবে নিজেরই বিরুদ্ধে
ক্লান্ত শ্রান্ত আমি সৈনিক
স্বপ্নকাতর তোমার চিঠি পড়ে
তোমার শেষ চিঠি, শেষ সত্যি
লিখেছো আমার তরে।।
একটি চিঠি
আমাকেই আমার ভীষন অচেনা করে দিলো
কখনো ভাবিনি আমি
অস্ত্র ছাড়াই লড়তে হবে আমায়
এ লড়াইয়ে মৃত্যু নেই
শুধু আছে কুয়াশা ঝড় আর তৃষ্ণা।
ধুসর পালক রেখে উড়ে গেছে পাখি
পথ মরীচিকা পথিককে দেয় ফাঁকি।
অচেনা শহরে অচেনা মানুষের ভীরে
অনেক দুরে চলে গেছো তুমি, আমার দৃষ্টির দুরে
মৃত্যুর মতো শীতল কন্ঠে বলে দিয়ে বিদায়
নীরব তৃষ্ণাত্ব, শোকার্ত্ব আমি বড় অসহায়।।
একটি চিঠিতে তুমি লেপ্টে দিলে জীবন
আমি ক্ষত-বিক্ষত চিঠির আঘাতে
চিঠি বিধেঁ গেছে জীবনে, সর্ম্পকে তীব্র রক্তক্ষরণ।।
ডাকপিয়নের মতো পিছু ফিরে পালিয়ে গেলে তুমি
আমার জীবনে তুমি একটি হারানো চিঠি
আমি নির্মম সত্যি, সময়ের থাবায় জখম
আর তোমার জীবনে আমি খোলা চিঠির খাম।