গুলিস্তানে পুলিশের ওপর ‘শক্তিশালী ককটেল’ হামলার দায় স্বীকার ‘আইএসের’
অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
সোমবার রাতে ঢাকার গুলিস্তানে ককটেল বিস্ফোরণে তিন পুলিশের আহত হওয়ার ঘটনাটি কথিত ইসলামিক স্টেট গ্রুপ ঘটিয়েছে, নাকি এর পেছনে অন্য কেউ জড়িত রয়েছে -তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের বলেছেন, সোমবার গুলিস্তানে ককটেলটি অনেক শক্তিশালী ছিল। আইএস যে দাবি করেছে, তা পুলিশ খতিয়ে দেখছে। এর সঙ্গে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।
মঙ্গলবার আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি ওই মন্তব্য করেন। আহত দুইজন পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার রাত পৌনে ৮টার দিকে গুলিস্তানের ডন প্লাজার সামনে রাস্তায় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের ওপর ককটেল ছুড়ে মারা হয়। এতে পুলিশের তিনজন সদস্য আহত হন।
তবে জঙ্গিবাদ বিশ্লেষক তাসনিম খলিল বলছেন, “এটি ককটেল বা পটকা ছিল না, বরং এটি ছিল একটি আইইডি বা হাতে বানানো শক্তিশালী বিস্ফোরক।”
ইসলামিক স্টেট গ্রুপের কর্মকাণ্ড নজরদারি করে, যুক্তরাষ্ট্র ভিত্তিক সাইট ইন্টেলিজেন্স জানিয়েছে, গুলিস্তানে ওই হামলার দায় স্বীকার করেছে আইএস। হোলি আর্টিজান হামলার পর দুই বছরের মধ্যে তারা আবার ঢাকায় এই হামলা চালালো বলে সংস্থাটি জানিয়েছে।