গোপালপুরে নতুন বইয়ের সুবাসে মাতোয়ারা শিক্ষার্থীরা
মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
নতুন বছরের প্রথম দিনেই সারা দেশের ন্যায় টাঙ্গাইলের গোপালপুরে স্কুলে স্কুলে বই উৎসব পালিত হয়েছে। বুধবার সকাল নয়টা থেকে উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়। নতুন বই হাতে পেয়ে বইয়ের সুবাসে উদ্বেলিত খুদে শিক্ষার্থীরা। বই হাতে পেয়েই বুকে জড়িয়ে বাড়ীর পথ ধরেছে উচ্ছুসিত শিক্ষার্থীরা। এ সব বই হাতে পেয়ে নতুন শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে। উপজেলার সূতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিকাশ বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কবির, শিক্ষক সমিতির সভাপতি গোলাম ফারুক, প্রধান শিক্ষক আ. জলিল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও কৃষি উপ-সহকারি কর্মকর্তা আবু কায়সার রাসেল প্রমূখ।
এ দিকে গোপালপুর পৌরমেয়র পৌরসভার বেশ ক’টি স্কুলে প্রধান অতিথি হিসাবে বই উৎসবের উদ্বোধন করেন। এ ছাড়াও প্রতিটি ইউনিয়নের স্কুল গুলোতে জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে বই উৎসবের উদ্বোধন করেন।