গোপালপুরে পদবি পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয়ের দাবিতে বাকাসস’র কর্মবিরতি
মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
গোপালপুর উপজেলা প্রশাসনের তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদবি পরিবর্তনসহ বেতনস্কেল সমন্বয়ের দাবিতে কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতি (বাকাসস) গোপালপুর উপজেলা শাখা।
মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় চত্ত্বরে অবস্থান কর্মসূচী ও কর্মবিরতী পালন করে বাকাসস এর উপজেলা শাখার কর্মচারীগণ।
সকাল ৯ টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি চলাকালে দুর্ভোগে পড়েন উপজেলা প্রশাসনের কাছে সেবা নিতে আসা শত শত মানুষ।
অবস্থান কর্মসূচী ও কর্মবিরতী পালনকালে বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশের রূপকার গণতন্ত্রের মানস কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২০১১ সালের ১৯ জুন তারিখে মাঠ প্রশাসনের তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদবি পরিবর্তনের সারসংক্ষেপ সদয় অনুমোদন দেন। মন্ত্রিপরিষদ বিভাগে ২০১৪ সালের ১৭ জুন তারিখের পাক্ষিক গোপনীয় প্রতিবেদনের ভিত্তিতে প্রস্তুতকৃত প্রস্তাবে সদয় নীতিগত সম্মতি প্রদান করা সত্বেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগ সম্মতি না দিয়ে বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসনের তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদবি পরিবর্তন ও বেতনস্কেল সমন্বয় সংক্রান্ত দাবি বাস্তবায়নে কালক্ষেপণ করছে।
দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি অব্যাহত রাখাসহ আমরা আন্দোলন চালিয়ে যাবো।