গোপালপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত
মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলের গোপালপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, শ্রদ্ধাঞ্জলি ও র্যালী ও আলোচনা সভার আয়োজন করেন। উপজেলা প্রসাশন সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন, পরে তাদের বর্ণাঢ্য র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সূতী ভি.এম.পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা শেষে কেক কাটেন স্থানীয় সাংসদ ছোট মনির। উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ ছোট মনির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ইউনূছ ইসলাম তালুকদার ঠান্ডু। বক্তব্য রাখেন পৌর মেয়র রকিবুল হক ছানা, ওসি হাসান আল মামুন, আলমনগন ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, হেমনগর ইউপি চেয়ারম্যান রওশন খান আইয়ুব, হাদিরা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন প্রমূখ। এদিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় ও স্বাধীনতা কমপ্লেক্স মিলনায়তনে দু’টি পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।