গোপালপুরে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে পুলিশের আলোচনা সভা
মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
‘মাদক ও জঙ্গি রোধ করি, সুস্থ ও নিরাপদ আগামী গড়ি’ প্রতিপাদ্যে গোপালপুরে শিক্ষার্থীদের মাদক, জঙ্গী, ইভটিজিং, বাল্য বিবাহ, সাইবার ক্রাইম, ট্রাফিক আইন ও সামাজিক মূল্যবোধে সচেতনা বৃদ্ধিতে পুলিশের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কালিহাতী সার্কেল অফিসের আয়োজনে গতকাল বৃহস্পতিবার দুপুরে সূতী ভি.এম.পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে প্রতিষ্ঠান প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আ. লতিফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কালিহাতী সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. মাসুদুর রহমান মনির। সহকারি শিক্ষক এনামুল হক চৌধুরী হিমেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন, সেকেন্ড অফিসার ইয়াসিন আরাফাত ও সহকারি প্রধান শিক্ষক আতিকুর রহমান প্রমূখ। পরে প্রধান অতিথি ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির মেধাবী প্রতি পাঁচ করে মোট ১৫ জন শিক্ষার্থীকে একটি করে ক্যালেন্ডার ও কলম উপহার দেন।