ঘাটাইলে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলের ঘাটাইলে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় সংগীত পরিবেশনা, দুর্নীতি বিরোধী গণস্বাক্ষর সংগ্রহ, মানববন্ধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘আসুন দুর্নীতিবাজদের বিরুদ্ধে একতাবদ্ধ হই’। ঘাটাইল গণ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটি ঘাটাইল উপজেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা মতিউর রহমান।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঘাটাইল জি বি জি কলেজের অধ্যক্ষ শামসুল আলম মনি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান আজাদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক লুৎফর রহমান, ঘাটাইল গণ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজাহারুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটি উপজেলা শাখার যুগ্ন সম্পাদক আতিকুর রহমান, জি বি জি কলেজের ভি পি আবু সাইদ রুবেল প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশে সরকারিভাবে এবারই প্রথম দিবসটি পালন করা হচ্ছে। জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস হিসেবে ঘোষণা করে। দুর্নীতি দমন কমিশন ২০০৭ সাল থেকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন শুরু করে। দুর্নীতি দমন কমিশন প্রতিবছর দিবসটি পালন করলেও দেশে সরকারিভাবে দিবসটি পালিত হতো না। দুদকের আবেদনের ভিত্তিতে সরকার এবার দিবসটি পালন করার সিদ্ধান্ত নেয়। কমিশন মনে করে, দিবসটি সরকারিভাবে পালন করার সিদ্ধান্ত নেওয়ায় দুর্নীতির বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থান আরও সুস্পষ্ট ও সুদৃঢ় হয়েছে।
এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘আসুন দুর্নীতিবাজদের বিরুদ্ধে একতাবদ্ধ হই’। ঘাটাইল গণ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটি ঘাটাইল উপজেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা মতিউর রহমান।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঘাটাইল জি বি জি কলেজের অধ্যক্ষ শামসুল আলম মনি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান আজাদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক লুৎফর রহমান, ঘাটাইল গণ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজাহারুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটি উপজেলা শাখার যুগ্ন সম্পাদক আতিকুর রহমান, জি বি জি কলেজের ভি পি আবু সাইদ রুবেল প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশে সরকারিভাবে এবারই প্রথম দিবসটি পালন করা হচ্ছে। জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস হিসেবে ঘোষণা করে। দুর্নীতি দমন কমিশন ২০০৭ সাল থেকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন শুরু করে। দুর্নীতি দমন কমিশন প্রতিবছর দিবসটি পালন করলেও দেশে সরকারিভাবে দিবসটি পালিত হতো না। দুদকের আবেদনের ভিত্তিতে সরকার এবার দিবসটি পালন করার সিদ্ধান্ত নেয়। কমিশন মনে করে, দিবসটি সরকারিভাবে পালন করার সিদ্ধান্ত নেওয়ায় দুর্নীতির বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থান আরও সুস্পষ্ট ও সুদৃঢ় হয়েছে।
- কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।