ঘাটাইলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলের ঘাটাইলে যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে ৷ ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে উপজেলা প্রশাসন পুষ্পস্তবক অর্পন করেন ৷ তারপর স্থানীয় সংসদ সদস্যের পক্ষে তার সমর্থকরা পুষ্পস্তবক অর্পন করেন ৷ তাছারাও আওয়ামীলীগ ও তার সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সহ সাধারন মানুষ ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন ৷ তারপর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয় ৷
উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাংগাইল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এস আকবর খান, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু, সহকারী কমিশনার (ভূমি) আম্বিয়া সুলতানা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ্যাডভোকেট শহিদুল ইসলাম, জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শামছুল আলম মনি প্রমুখ।
এ সময় একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাংকন, সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।