ঘাটাইলে তিনদিন ব্যাপী ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধন

এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। ‘খাদ্য পুষ্টি অর্থ চাই, দেশি ফলের গাছ লাগাই’-এ শ্লোগান কে সামনে নিয়ে মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা চত্বরে ঘাটাইল কৃষি সম্প্রসার অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় এ বৃক্ষমেলার উদ্বোধন কর হয়। ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন ফিতা কেটে ৩ দিন ব্যাপী এ বৃক্ষ মেলার উদ্বোধন করেন । এর আগে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই জায়গায় এসে শেষ হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভুমি) আম্বিয়া সুলতানা, ঘাটাইল উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, অধ্যক্ষ শামসুল আলম মনি,ঘাটাইল পৌর মেয়র শহিদুজ্জামান খান (ভিপি শহীদ),উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আব্দুল মতিন বিশ্বাস,কৃষি অধিদপ্তরের উপসহকারী কর্মকর্তা কর্মচারীসহ সাংবাদিক ও রাজনৈতিক নেতৃ বৃন্দ। বৃক্ষ মেলায় অর্কিড জাতীয় বৃক্ষ,বিষমুক্ত ফলের স্টল,কৃষি প্রযুক্তি সেবা ও মেলা পরিচালনা স্টল, বনশাই স্টলসহ বিভিন্ন নার্সারী কর্তৃক ২০টি চারার স্টল রয়েছে।

0203


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!