ঘাটাইলে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ঘাটাইলে ‘প্রাথমিক শিক্ষার দীপ্তি উন্নত জীবনের ভিত্তি’- এ শ্লোগানকে সামনে নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ই মার্চ (বুধবার) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। র্যালি ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভুমি মোছা. নুরনাহার বেগম, কৃষি কর্মকর্তা মোহাম্মদ মতিন বিশ্বাস, মাধ্যমিক কর্মকর্তা একে এম শামছুল হক, সমাজসেবা কর্মকর্তা সানজিদা সুলতানা প্রমুখ।