ঘাটাইলে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন
এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
ঘাটাইলের নূরনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান ও বারইপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আকব হোসেনকে লাঞ্ছিতের ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কে
উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতি এ মানববন্ধনের আয়োজন করেন। বাংলাদেশ শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার সভাপতি আখতারুজ্জামান সিদ্দিকীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন ঘাটাইল পৌর মেয়র শহিদ্জ্জুামান খান, শিক্ষক সমিতির সিনিয়র সহ সভাপতি অর্চনা পাল, সহ সভাপতি আনোয়ার হোসেন সেলিম,উদেষ্টা বাছেদ করিম, সাধারণ সম্পাদক সুজাত আলী খান ,সিনিয়র যুগ্ম সম্পাদক আহবুব আলম রঞ্জু, উপদেষ্ট হুমায়ন কবির, শিক্ষক নেতা এমরান হোসেন, আঃ রউফ , নাজমুল হাসান, কোষাধক্ষ্য নজরুল ইসলম মোঃ শফিকুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে অবিলম্বে দোষিদের আইনের আওতায় এনে গ্রেফতারের দাবি জানানো হয়।
উল্লেখ্য, বিদ্যালয়ের মেনেজিং কমিটির ঘটনাকে কেন্দ্র করে গত সোমবার এ ঘটনা ঘটে।
- কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।