ঘাটাইলে সন্ত্রাসী হামলায় গৃহবধু খুন

এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইলে এক গৃহ বধু খুন হয়েছে। তার নাম আকলিমা (৩৫)। সে দিগড় ইউনিয়নের ঝিগাতলা কৈডলা গ্রামের আব্দুল লতিফের স্ত্রী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে নিহতের নিজ বাড়িতে। নিহতের স্বামী আব্দুল লতিফের ভাষ্য অনুযায়ী- তার সাথে প্রতিবেশী চাচাত মামা হাসেন আলী, ইমান আলী গংদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে গত ৬/৭ মাস ধরে। এ নিয়ে প্রতিপক্ষরা লতিফকে নানা হুমকিও দিয়ে আসছে বলে জানায়। এ নিয়ে গত ২ মাস আগে প্রতিপক্ষের বিরুদ্ধে ঘাটাইল থানায় একটি সাধারণ ডায়রীও করে লতিফ। লতিফ আরো জানায়, চতুর্দিকে বর্ষার পানির মধ্যে নির্জন একটি বাড়ি তার। বাড়িতে সাড়ে ৩ বছরের মেয়ে তামান্না ও স্ত্রী আকলিমা ছাড়া কেউ থাকে না। ১২ বছর বয়সী ছেলে রফিকুল থাকে মির্জাপুরের একটি হেফজ মাদ্রাসায়। ফলে রাতের বেলায় বাড়িটি একেবারেই নির্জন। নৌকা দিয়ে যাতায়াত করতে হয়। এরই মধ্যে রাত সাড়ে ১০টার দিকে স্বামী স্ত্রী দুজনে প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে সামনে থাকা তার স্ত্রী উপর দুষ্কৃতকারীরা অতর্কিত হামলা করে। ধারালো অস্ত্র দিয়ে মাথার পিছনে কোপ দিলে মাটিতে লুটে পড়ে আকলিমা। ঘটনাস্থলেই মারা যায় সে। এ ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সুরুত হাল রিপোটের পর লাশটি টাঙ্গাইল মর্গে প্রেরণ করা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটি থানায়ই ছিল। ঘাটাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিউদ্দিন পিপিএম বলেন- লাশটির মাথায় ধারালো অস্ত্রের গুরুতর আঘাত রয়েছে। কি কারণে ঘটনাটি ঘটেছে তা এই মুহুর্তে বলা যাচ্ছে না। তবে জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। থানায় মামলার প্রস্তুতি চলছে।


  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!