ঘাটাইলে স্বাস্থ্যসেবা গ্রহিতা ফোরাম গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত
এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
ঘাটাইলে স্বাস্থ্যসেবা গ্রহিতা ফোরাম গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তার কার্যালয়ে সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় মা, নবজাতক ও শিশু স্বাস্থ্য সেবা গ্রহনকারীদের অধিকার ও সেবা প্রদানকারীদের জবাবদিহিতা কাঠামো শক্তিশালী করার লক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়াধীন জেন্ডার, এনজিও এবং স্টেকহোল্ডার পার্টিসিপেশন ইউনিট, হেলথ ইকোনোমিক্স ইউনিটের পরামর্শ সহায়তায় এবং কোরিয়া ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি ও ইউনিসেভ এর কারিগরি সহায়তায় ওয়েভ ফাউন্ডেশন এ প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পালন করছে। ঘাটাইল উপজেলা ভারপ্রাপ্ত পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর কবিরের সভাপতিত্তে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান আজাদ, পৌর মেয়র শহিদুজ্জামান খান, ঘাটাইল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নুরজাহান সিদ্দিকা, ওয়েব ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার মোঃ ওসমান গণি ও আতিকুজ্জামান পান্না। পরে মাসুদুর রহমান আজাদ কে সভাপতি করে একচল্লিশ সদস্য বিশিষ্ট স্বাস্থ্যসেবা গ্রহিতা ফোরাম গঠিত হয়।
- কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।