চট্টগ্রামের বিদায় নিশ্চিত
ক্রীড়া প্রতিবেদক: ঢাকা ডায়নামাইটসকে হারাতে পারলে শেষ চারে খেলার আশা জিইয়ে রাখতে পারত তামিম ইকবালর দল চিটাগাং ভাইকিংস। সেটি আর হলো না। ঢাকার দেয়া ১২২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেও ৪৫ রানে হারলো তামিমরা।
তামিমদের আর বাকি এক ম্যাচ। সেটিতে জিততে পারলেও শেষ চারে যাওয়ার ক্ষেত্রে তা কাজে দিবে না। আগামীকাল বুধবার দিনের দ্বিতীয় ম্যাচে বরিশাল বুলসের বিপক্ষে চিটাগাং ভাইকিংস বিপিএলে তাদের শেষ ম্যাচ খেলতে মাঠে নামবে।
ম্যাচটা চট্টগ্রাম শুরুই করেছিল বেশ চাপ নিয়ে। নবম ম্যাচ খেলতে নামছে, অথচ ঝুলিতে মাত্র ৪ পয়েন্ট। ছয় দলের টুর্নামেন্টে পয়েন্ট তালিকায় সবার শেষে স্থান। টিকে থাকতে হলে জিততেই হবে- এমন চ্যালেঞ্জের সামনে লক্ষ্যটাও খুব কঠিন কিছু ছিল না। ১২২ হলেই জয়, সেই ম্যাচে চট্টগ্রাম ১৬.৫ ওভারে ৭৬ রানে অলআউট।
টুর্নামেন্টের সর্বোচ্চ রানের (২৯৮) মালিক তামিম নিজেও আজ ব্যর্থ ব্যাট হাতে। করেছেন মাত্র ৮। ব্যর্থ আসলে প্রত্যেকেই। সর্বোচ্চ ১৪ এসেছে উমর আকমলের ব্যাটে। ১৪ রান এসেছে অতিরিক্ত খাত থেকে! এই তো বাকি ব্যাটসম্যানদের অবস্থা।
টস ভাগ্যটা সঙ্গেই ছিল। টস জিতে বোলিং নিয়েছিলেন তামিম। ম্যাচ শেষে ঢাকার অধিনায়ক কুমার সাঙ্গাকারাও বলছিলেন, টস জিতলে তিনিও বোলিংই নিতে চাইতেন। চট্টগ্রামের বোলাররা দারুণ শুরু এনেও দিয়েছিল। ৩৫ রানে ৪ উইকেট পড়ে গিয়েছিল ঢাকার। দশ ওভারে তুলতে পেরেছিল মাত্র ৪৬। সেখান থেকে সাঙ্গাকারার ৩৬ বলে ৩৮ রানের ইনিংসটা সামলে নেয় চট্টগ্রামকে। মোসাদ্দেকের ২৯ বলে ২৪ রানের ইনিংসটাও ভূমিকা রাখে। ওয়ালারের ১০ বলে ১৯ ঢাকাকে ১২১ রানের পুঁজি এনে দেয়।
আমির আজও দারুণ বোলিং করে ১৮ রানে নিয়েছেন ৩ উইকেট, যার মধ্যে ১ রানেই হাফিজকে ফেরানোর পর তাঁর উল্লাসটা হলো দেখার মতো। ২১ রানে ৩ উইকেট নিয়েছেন শফিউলও।
বিপিএলের গত কিছুদিনের ম্যাচগুলো বিবেচনায় নিলে ১২১ ভালো পুঁজিই বলতে হবে। সেটিকে আরও ভালো করে দিয়েছেন মোশাররফ-মুস্তাফিজরা। ১৬ রানে ৪ উইকেট নিয়েছেন মোশাররফ। ৭ রানে ২ উইকেট মুস্তাফিজের। চোটের কারণে ব্যাটিং করতে পারেননি জিয়া। কিন্তু চট্টগ্রামের সাত ব্যাটসম্যানও ছুঁতে পারেনি দুই অঙ্ক। ফলে শেষ ম্যাচটা এবার নিয়মরক্ষার হয়ে গেল চট্টগ্রামের জন্য।
অন্যদিকে, আজকের জয়ের মাধ্যমে সেমিতে এক পা রাখলো ঢাকা ডায়নামাইটস। আট ম্যাচ খেলে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তারা এখন চতুর্থ অবস্থানে রয়েছে।
বিপিএলে শেষ চারের তিনটি দল ইতোমধ্যে নিশ্চিত হয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স ও বরিশাল বুলস গতকাল শেষ চার নিশ্চিত করেছে। আর চতুর্থ দল হিসেবে ঢাকা ডায়নামাইটস এগিয়ে রয়েছে।
ঢাকার এখনও দুইটি ম্যাচ রয়েছে। অন্যদিকে, সিলেটেরও রয়েছে দুইটি ম্যাচ। সেক্ষেত্রে ঢাকা যদি দুটিতেই হারে আর সিলেট যদি দুটিতেই জিতে সেক্ষেত্রে রান রেটের বিবেচনায় শেষ চারের জন্য চতুর্থ দল নির্বাচন করা হবে।