চীনের সেরা ইউটিউবারের ভয়ংকর মৃত্যু (ভিডিও)
আন্তর্জাতিক ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
চীনের বিখ্যাত ইউটিউবার ও দালান আরোহী ইউ ইয়ং নিং ৬২ তলা সুউচ্চ দালানের ছাদ থেকে পড়ে মারা গেছেন।
হুইয়াং আন্তর্জাতিক সেন্টারের ছাদে ইউ ইয়ং নিং (২৬) ব্যায়াম করছিলেন। এমন সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যান। কোনো নিরাপত্তা ব্যবস্থা না থাকায় পড়ে যাওয়ার সঙ্গেই তার মৃত্যু হয়।
ভিডিও ধারণের জন্য তার নিজের প্রস্তুত করে রাখা ক্যামেরা থেকে ভয়ংকর ফুটেজটি উদ্ধার করা হয়।
বেইজিং নিউজকে দেয়া সাক্ষাৎকারে তার বান্ধবী জিনজিন জানান, দু’দিন পর তাদের বিয়ে হওয়ার কথা ছিল।
তিনি আরও জানান, যে ভিডিওটি করতে গিয়ে ইউ ইয়ং নিং মারা গেছেন, ওই ভিডিওর আয় থেয়ে বিয়ের উপহার কিনতে চেয়েছিলেন তিনি।
একমাস ধরে তার ইউটিউব চ্যানেলে কোনো নতুন ভিডিও পোস্ট না হওয়ায়, তার ভক্তদের মাঝে উদ্বেগ সৃষ্টি হয়। পরে তারা জানতে পারেন ইউ ইয়ং নিং গত ৮ নভেম্বর ছাদ থেকে পড়ে মারা গেছেন।
স্থানীয়রা জানান, তার মৃত্যুতে থানায় একটি অপমৃত্যুর সাধারণ ডায়েরি করা হয়েছে।
ইউ ইয়ং নিংয়ের ইউটিউব চ্যানেল নাম ভলকানো। এ চ্যানেলটিতে প্রায় ১০ লাখ সাবস্ক্রাইবার ও ৩শ’ ভিডিও রয়েছে।