টাঙ্গাইলে শহীদ জগলুর ৩০তম মৃত্যুবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
আজ ৮ ফেব্রুয়ারী ছাত্রনেতা শহীদ মির্জা আবু রায়হান খান জগলুর ৩০তম মৃত্যু বার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করছে টাঙ্গাইল জেলা ছাত্রদল।
স্বৈরশাসক এরশাদের আমলে বর্ধিত বাস ভাড়ার প্রতিবাদে আন্দোলনরত জনতার ওপর পুলিশ নির্বিচারে গুলি করে। ১৯৮৭ সালের এইদিনে টাঙ্গাইলে আধা বেলা হরতাল চলাকালীন পিকেটিংয়ের সময় আদালত রোডে পুলিশের গুলিতে শহীদ হন ছাত্রনেতা আবু রায়হান জগলু।
দিবসটি উপলক্ষে জেলা ছাত্রদল দিনব্যপী বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে। কর্মসূচির মধ্যে রয়েছে শোকর্যালি, স্মরণ সভা, শহীদ জগলুর স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ ইত্যাদি।
টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবীর রিজভী আহমেদ।
স্মরণসভা শেষে সাংবাদিকদের কাছে মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা তীব্র হওয়ার আগেই তার সরে যাওয়া উচিত। বর্তমান নির্বাচন কমিশন দিয়ে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি আরো বলেন, ‘নির্বাচন কমিশনের যিনি প্রধান হয়েছেন তার সঙ্গে সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তিনি জনতার মঞ্চের লোক ছিলেন। যারা শৃঙ্খলা ভঙ্গ করে তাদের পক্ষে নিরপেক্ষ কাজ করা কঠিন। সার্চ কমিটির সুপারিশ গ্রহণ না করে বেছে বেছে বর্তমান সরকার ও দলের অনুগত লোকদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।’
সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবলু, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম।
জেলা ছাত্রদল সভাপতি খন্দকার রাশেদুল আলম রাশেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান খান শফিক এর অনুষ্ঠান সঞ্চালনায় সভার প্রধানবক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল আলম তোফা, সাংগঠনিক সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক মিয়া মোঃ রাসেল, করিম সরকার, নিহত আবু রায়হান জগলুর ছোট ভাই মির্জা রফিক প্রমুখ।
এছাড়াও টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা ছাত্রদল দোয়া ও দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ আয়োজন করে।