চৈত্র সংক্রান্ত্রিতে খানসামার পাকের হাটে মাংস ব্যবসায়ীর জমজমাট ব্যবসা। ওজন কম দেওয়ার অভিযোগ।

 

খানসামা(দিনাজপুর) প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

খানসামার পাকের হাটে চৈত্র সংক্রান্তি এবং বাংলা ১৪২৪ নববর্ষে মাংস ব্যবসায়ীদের জমজমাট ব্যবসা জমেছে।  তবে ওজনে কম দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।  উপস্থিত মাংস ক্রেতাদের কাছ থেকে জানা যায়, আজ পহেলা বৈশাখ এবং হিন্দু ধর্মাবলম্বীদের চৈত্র সংক্রান্তি হওয়ার কারনে মাংসের প্রচুর চাহিদা আছে। সরজমিনে দেখা যায়,  পাকের হাট ছাগলের মাংস হাটিতে তিন চারটি মাংসের দোকানে প্রচুর সংখ্যক পাঁঠা ও খাসি ছাগল দেখা যায়। পহেলা বৈশাখ উপলক্ষ্যে অনেক মাংস ক্রেতার সমাগম দেখা যায়। একই সাথে ১৫-২০ টি জবাইকৃত ছাগলের মাংস বিক্রি করতে দেখা যাচ্ছে। কিন্তু ক্রেতারা কসাইয়ের কাছ থেকে মাংস কিনে অন্য দোকানের ডিজিটাল পাল্লায় ওজন করলে কেজি প্রতি ৫০-১০০ গ্রাম মাংস কম পাওয়া যায়। এদিকে সচরাচর খাসির মাংসের দাম ৫০০ টাকা এবং পাঁঠা ছাগলের মাংস ৫৫০ টাকা হলেও আজ পর্ব উপলক্ষ্যে ৬০০ টাকা করে নেওয়া হচ্ছে। আবার পাঁঠার সাথে খাসির মাংসের মিশাল দেওয়ারও অভিযোগ পাওয়া গেছে। ৬০০ টাকা মাংসের দাম সত্বেও ওজনে কম দেওয়ায় জনগণের মাঝে ক্ষোভ লক্ষ্য করা গেছে। দু একজন পাশের সবজি বাজার দোকানের ডিজিটাল পাল্লায় ওজন দিয়ে আবার ফিরে এসে কমের কথা বললে মাংস বিক্রেতারা চ্যালেঞ্জ করে এবং ২/৪ জনকে আবারও ঠিকভাবে ওজন করে দেয়। এ ব্যাপারে সাধারন জনগণ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন যাতে সঠিক ওজন পেতে যেন কসাইরাও ডিজিটাল পাল্লা ব্যাবহার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!