সেলিনা জাহান প্রিয়া’র কবিতা- জারুল মৌ বন
জারুল মৌ বন
সেলিনা জাহান প্রিয়া
উপবনে আজ জুই মালতী হাসনাহেনা
জারুল বনে আজ পাতা ঝরা সন্ধ্যা
ফুলের সুভসে যত প্রেমেই থাকুক তবু
পাতা ঝরা বাকলে বিরহী জারুল মন…
মেঘে ঢাকা চাঁদ বহু দিন বৃষ্টি দেখেনি
প্রেমাহত করেনি কোন বসন্তের বিলাস
উপবনে অপেক্ষায় থাকে বনলতা মৌ
বিরহ বিষাদ ভুলে জেগে উঠে মন…।।
মেঘের মিনারে চাঁদের উঁকি ঝুঁকি
বহু বহু দিন পর মহুয়া মৌ হাসে
আঙ্গিনায় চাঁদ যেন বর্ষার পেখম তুলে
উপবন জুরে ডাহুকের প্রেমের হাসে …
বালি ভাসে বৈরাগ্য বাথানে ; বালি ডোবে,
জল বাড়ে জলের গভীরে,
কোমল উষ্ণতায় রাগ মোচনে প্রেম
উপবনে জোনাকির মেলা বসে
মাঝে মাঝে নয় উপবনে বনলতা থাকে
রোজ এসো নিশাচর প্রেমিক মৌ গন্ধে
পাশাপাশি বসে প্রেমের কবিতায় লিখে দিব
জারুল বনে এসো বসন্ত ফুরাবার আগে…।।