জোহরা তাজউদ্দিনের ৩য় মৃত্যু বার্ষিকী আজ
আজ ২০ ডিসেম্বর বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমেদ এর সহধর্মীনি ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জোহরা তাজউদ্দিনের ৩য় মৃত্যু বার্ষিকী।
২০১৩ সালের ২০ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টা ২০মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তার মৃত্যুতে পুরো রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছিল।
দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সহধর্মীনি সৈয়দা জোহরা তাজউদ্দীন ১৯৩২ সালের ২৪ ডিসেম্বর একটি সংস্কৃতিমনা পরিবারে জন্ম গ্রহন করেন। ১৯৫৯ সালে তাজউদ্দীন আহমদের সঙ্গে বিয়ে হয় জোহরার। তাদের চার সন্তানের মধ্যে শারমিন আহমদ সবার বড়, মেজো সিমিন হোসেন রিমি (গাজীপুর-৪ আসনের বর্তমান সংসদ সদস্য), ছোট মেয়ে মাহজাবিন আহমদ মিমি ও একমাত্র ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
১৯৭৫ সালে শেখ মুজিবর রহমান সপরিবারে নিহত হওয়ার পর আহ্বায়ক হিসাবে আওয়ামী লীগের হাল ধরেন জোহরা তাজউদ্দীন। সে সময় দলকে সংগঠিত করতে বড় ভূমিকা রাখেন তিনি। এরপর শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর হাতে তিনি দলের নেতৃত্ব তুলে দেন।
মাহবুব এইচ শাহীন/প্রকাশক ও সম্পাদক/কাগজ২৪