রানীরবন্দরের কলেজ পাড়ায় টাকা পয়সা নিয়ে গৃহবধু উধাও
দিনাজপুর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দিনাজপুরের রানীরবন্দরে বাড়ী থেকে টাকা পয়সা নিয়ে এক গৃহবধুর পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সূত্র জানায়, গত ১৩ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাতে শিউলি নামের গৃহবধু গোপনে টাকা-পয়সা নিয়ে স্বামীর বাড়ী থেকে পালিয়ে যায়। প্রতিবেশী দোকানদার রাজ্জাক আলী জানায়, চিরিরবন্দর উপজেলার ১ নং নশরৎপুর ইউনিয়নের রানীপুর গ্রামে ইছামতি ডিগ্রি কলেজের পিছনে মৃৃত মাইজার রহমানের ৪ সন্তানের মধ্যে একমাত্র বড় ছেলে ওবায়দুর রহমানের সাথে দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন ইউপির বাইগনতারি গ্রামের মৃত অফির উদ্দীনের ৪ সন্তানের মধ্যে ছোট শিউলি বেগমের বিয়ে হয়। বিয়ের ১৪ বছরে তাদের ঘরে কোন সন্তান আসেনি। আজ ২৮ এপ্রিল শুক্রবার সন্ধায় ওবায়দুরের সাথে ফোনে কথা হলে সে জানায়, দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে তেমন ঝগড়া বিবাদ কিংবা মারপিটের কোন ঘটনা ঘটেনি। শিউলি বেগমের স্ত্রীরোগ থাকার কারনে কোন সন্তান নেওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে চিকিৎসা চলমান ছিল। কিন্তু কী কারনে শিউলি পালিয়ে গেল, তা বুঝতে পারছেনা। ওবায়দুর আরো জানান যে, তার স্ত্রীর মাথার সমস্যা ছিল; এ কারনেও বাড়ী থেকে পালাতে পারে। আজ সন্ধায় সে কান্না জড়িত কন্ঠে প্রতিবেদককে বলে, “ভাই, আপনি আমার বউকে খুঁজে বের করার ব্যবস্থা করে দেন”। সে এও বলেন, শিউলি বেগম চট্টগ্রামে তার পরিচিত কারও কাছে যেতে পারে। এজন্য কেউ যদি শিউলি বেগমকে দেখে, তাহলে তার মোবাইল নম্বরে (০১৭৮০৮৮৫৩৩৮) খোঁজ জানানোর জোর অনুরোধ করেছে। এ ব্যাপারে থানায় জিডি করেছে কিনা জানতে চাইলে সে জানায়, চিরিরবন্দর থানার এক দারোগাকে জিডি করার বিষয়ে বললে তিনি জানান উক্ত ঘটনায় জিডি হবে না। উপায়ন্তর না পেয়ে ওবায়দুর এখন দিশেহারা হয়ে শিউলি বেগমকে খুঁজতেছে।