টাঙ্গাইলে অবৈধভাবে বালু উত্তোলনে ব্রীজের এপ্রোচ সড়কের মাটি ধ্বসে চরাঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ
মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলে অবৈধভাবে নদীর বালু উত্তোলন করায় সদর উপজেলার চারাবাড়ি এলাকায় ধলেশ্বরী নদীর উপর নির্মিত একটি ব্রীজের এপ্রোচ সড়কের মাটি আবার ধ্বসে বিশাল খাদের সৃষ্ঠি হয়েছে। ২১ অক্টোবর সোমবার সকালে এ ঘটনা ঘটে টাঙ্গাইল শহরের সাথে বৃহৎ চরাঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এসময় নদীর দুইপাশে ভেকু দিয়ে মাটি কাটতে ও হাই ট্রলি ট্রাক দিয়ে বালু মাটি বিক্রির দৃশ্য চোখে পড়ে।
স্থানীয়রা জানায়, প্রভাবশালীরা ধলেশ্বরী নদীর এ ব্রীজের পাশে বিভিন্ন স্থান থেকে এভাবেই অবৈধভাবে বালি উত্তোলন করে। এর ফলে এ এলাকায় নদী ভাঙ্গন প্রকট আকার ধারন করেছে। এ কারনে চারাবাড়ি এলাকার এসডিএস প্রজেক্ট সংলগ্ন ব্রীজটি অনেক আগেই ঝুঁকিপুর্ণ হয়ে উঠেছিল। কিছুদিন পূর্বে ব্রীজের এপ্রোচ সড়কেরে মাটি ধ্বসে গিয়ে বিশাল গর্ত ও খাদের সৃষ্ঠি হলে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাময়িকভাবে মাটি ভরাট করে চলাচলের ব্যবস্থা করেছিল। সকালে আবার মাটি ধ্বসে গিয়ে বিশাল গর্ত ও খাদের সৃষ্ঠি হলে যান চলাচল বন্ধ হয়ে যায়। ব্রীজের উভয় পাশে আটকা পরেছে অনেক যানবাহন। এতে করে চরম দূর্ভোগে পরেছে যাত্রীরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করছে ভূক্তভোগীরা।