টাঙ্গাইলে দাড়িয়ে থাকা ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কায় নিহত ১
মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কর কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় দাড়িয়ে থাকা একটি ট্রাককে অপর একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে পেছন থেকে ধাক্কা দেয়া ট্রাকের চালক নিহত হয়। এ ঘটনায় ওই ট্রাকের হেলপার আহত হয়েছে। আজ ৮ জানুয়ারী সকাল ভোরবেলা ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই চালক কালিয়াকৈর কাঠালতলী এলাকার মাহেন্দ্র সরকার (৬০) ও আহত হেলপার কালিয়াকৈরের দক্ষিন জলজলী এলাকার মো.তরফ আলীর ছেলে রাজিব (২৪)। এ ঘটনায় মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পুলিশ এসে ট্রাকটি সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।
পুলিশ জানায়, ভোড় সাড়ে ৫টার দিকে উপজেলার সরাতৈল এলাকায় রাস্তার পাশে দাড়িয়ে থাকা উত্তরবঙ্গগামী একটি ট্রাক ধাক্কা দিলে পেছন থেকে ধাক্কা দেয়া ওই ট্রাকের চালক নিহত হয়। আহত হয় আরোও এক জন। পরে দাড়িয়ে থাকা ট্রাকটি চলে যায়। পুলিশ এসে লাশ উদ্ধার করে বঙ্গবন্ধুসেতু পূর্ব থানায় নিয়ে যায় এবং আহত ব্যক্তিকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি সরিয়ে নিলে সকাল ৮টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।