টাঙ্গাইলের নাগরপুরে মুক্তিযোদ্ধা দিবস পালিত
মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
“মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার” এই শ্লোগানকে সামনে নিয়ে নানা আয়োজনের মধ্যদিয়ে টাঙ্গাইলের নাগরপুরে মুক্তিযোদ্ধা দিবস পালিত হয়েছে।
এ দিবসটি উদযাপন উপলক্ষে ১ ডিসেম্বর শনিবার নাগরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্দ্যোগে বর্ণাঢ্য র্যালি, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুজায়েত হোসেনের সভাপতিত্বে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক আজিজুল হহক বাবু ও সদস্য সচিব মাইদুল ইসলাম জিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আহসানুল ইসলাম টিটু। এ সময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, মুক্তিযোদ্ধা এডভোকেট মুলতান উদ্দিন, দাউদুল ইসলাম দাউদ, খন্দকার আসাব মাহমুদ প্রমূখ। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিটের মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের নেতৃবৃন্দ।