টাঙ্গাইলে বিএনপি অফিস ভাঙচুর করেছে দলটির পদবঞ্চিত নেতাকর্মীরা
বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
আজ শুক্রবার দুপুরে শহরের ভিক্টোরিয়া রোডের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে।
নবগঠিত কমিটি কর্মী সম্মেলনের উদ্যোগ নেয়ায়, নবগঠিত কমিটি ও পদবঞ্চিত নেতাকর্মীদের দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
যার ফলে প্রশাসনের পক্ষ থেকে কর্মী সম্মেলন করার অনুমতি দেয়া হয়নি। এরপরেও জেলা বিএনপির নবগঠিত কমিটি পৌর এলাকার বালুচরায় কর্মী সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমানকে প্রধান অতিথি করা হয়।
পদবঞ্চিত নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করে। এক পর্যায়ে উত্তেজিত ওই নেতাকর্মীরা জেলা বিএনপি’র কার্যালয়ে হামলা করে ব্যাপক ভাঙচুর চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চলতি বছরের ২৬ মে কেন্দ্র থেকে জেলা বিএনপির ৩০ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়। এতে শামসুল আলম ওরফে তোফাকে সভাপতি এবং ফরহাদ ইকবালকে সাধারণ সম্পাদক করা হয়। সভাপতি শামসুল আলম আগের কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি কারাবন্দি সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু এবং কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলাতান সালাউদ্দিন টুকুর ভাই। পদবঞ্চিতদের অভিযোগ, সভাপতি-সাধারণ সম্পাদকসহ বেশির ভাগ পদেই সালাম পিন্টু পরিবারের অনুসারীদের বসানো হয়েছে।
জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ শামসুল আলম তোফা বলেন, বিএনপি জেলা কার্যালয়ে দুষ্কৃতিকারীরা হামলা করেছে। যেহেতু এদের সবাই বহিষ্কৃত তাই এরা কেউ বিএনপির নেতাকর্মী না। প্রশাসন নির্ধারিত জায়গায় অনুমতি না দেয়ায় অন্য একটি জায়গায় কর্মী সমাবেশ করছিলেন। ফাঁকা পেয়ে দুষ্কৃতিকারীরা অফিসে হামলা করে ভাংচুর করে এবং অফিস থেকে মালামাল চুরি করে। তিনি আরও বলেন, হামলাকারীদের বিরুদ্ধে মামলা করা হবে। মামলার প্রস্তুতি চলছে।