টাঙ্গাইলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা জণপ্রতি একটি করে গাছের চারা রোপন করে
মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল জেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
“সবুজে বাঁচি, সবুজ বাঁচাই নগর প্রাণ-প্রকৃতি সাজাই, এই প্রতিপাদ্ধকে সামনে রেখে মহান মুক্তিযুদ্ধের আত্বত্যাগকারী ৩০লক্ষ শহীদদের স্মরনে সারাদেশের মতো টাঙ্গাইলেও গাছের চারা রোপন করা হয়েছে। আজ ১৮জুলাই বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে এ কর্মসুচীর উদ্বোধন করনে। টাঙ্গাইল জেলা কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর পক্ষে গাছের চারা রোপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নেছার উদ্দিন জুয়েল।
এসময় উপস্থিত ছিলেন জেলা বন বিভাগ কর্মকর্তা মো. হারুন অর রশিদ, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহম্মেদ, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. আব্দুল বাছেত মিঞা, জেলা সদর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুন্নাহার’সহ অন্যান্য সুধীজন।
টাঙ্গাইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জণপ্রতি একটি করে গাছের চারা রোপন করে।