টাঙ্গাইলে মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও জঙ্গিবাদের বিরুদ্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত॥

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

“পুলিশই জনতা, জনতাই পুলিশ” শ্লোগানকে সামনে নিয়ে মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও জঙ্গিবাদ মুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদ নগর ইউনিয়নের মাকোরকোল গ্রামে কমিউনিটি পুলিশিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মাহমুদ নগর কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে ২১ জুলাই শনিবার দুপুরে মাহমুদ নগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১২নং মাহমুদ নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাজেদুর রহমান তালুকদার।

প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) একে সাইদুল হক ভূইঞা।

বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল সদর থানার পরিদর্শক (ইন্টিলিজেন্স ও কমিউনিটি) মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আ: করিম সরকার, মাহমুদ নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সাজ্জাদ হোসেন প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, এ দেশ তথা সমাজ থেকে সন্ত্রাস, মাদক, ইভটিজিং ও জঙ্গিবাদ রুখতে হলে অবশ্যই আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আমাদের সকলের ঐক্যই পারে দেশ ও সমাজকে পাল্টে দিতে। পুলিশ কখনোই একা সব কিছু করতে পারবে না। আপনাদের সহযোগিতা পেলে অবশ্যই পুলিশ প্রশাসন মাদকমুক্ত সমাজ গঠন করতে পারবে। আর এক অভিভাবক যদি সচেতন হয় তাহলে অবশ্যই তার সন্তান খারাপ পথে পা বাড়াতে পারবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!