টাঙ্গাইলে রেড ক্রিসেন্ট সোসাইটি উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রদের মাঝে নগদ ৪৫ লাখ টাকা বিতরণ
মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলে বন্যায় ক্ষতিগ্রস্থ এক হাজার পরিবারের মাঝে নগদ অর্থ ও সবজি বীজ বিতরন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিট।
টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে আজ ৩ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ম্যানেজিং বোর্ড সদস্য রবিন্দ্র মোহন সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: শহীদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো: আহাদুজ্জামান মিয়া, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের সেক্রেটারী এম এ রৌফ, জার্মান রেড ক্রসের প্রতিনিধি হাসিবুল ইসলাম, মো: আনোয়ারুল আবেদিন, জেলা ইউনিট অফিসার এটিএম জিয়াউল আহসান প্রমুখ।
পরে বন্যায় ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারকে সাড়ে ৪ হাজার টাকা করে ৪৫ লাখ টাকা এবং সবজি বীজ বিতরণ করেন অতিথিরা।