টাঙ্গাইলে র্যাব কর্তৃক ২টি রিভালবার ও ১০ রাউন্ড গুলি সহ গ্রেফতার ১ জন
মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি-৩ কর্তৃক ০২টি বিদেশী রিভালবার ও ১০ রাউন্ড গুলি সহ ০১ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইল এর নেতৃত্বে একটি আভিযানিক দল ৫ ফেব্রুয়ারি বুধবার গভীর রাত ০১.১৫ ঘটিকার সময় পাবনা জেলার সদর থানাধীন মুকন্দপুর গ্রামের মোঃ শাহজাহান আলী প্রামানিক (৪৮) এর বসত বাড়ীর উত্তর পূর্ব পাশে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে পাবনা জেলা সদরের মুকন্দপুর (পশ্চিমপাড়া) এলাকা থেকে মোঃ গোলাপ প্রামানিক এর ছেলে আসামী মোঃ শাহজাহান আলী প্রামানিককে গ্রেপ্তার করে। এ সময় আসামির কাছ থেকে ০২টি বিদেশী রিভালবার, ১০ রাউন্ড গুলি, ০১টি মোবাইল ফোন ও ০১টি সিম কার্ড উদ্ধার করা হয়। আসামীকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ও গুলি সংগ্রহ পূর্বক পাবনা জেলার পাবনা সদর থানা এলাকাসহ অন্যান্য এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছে। টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শফিকুর রহমান বলেন র্যাবের এ ধরনের অবৈধ অস্ত্র ও মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে। এ কার্যক্রম ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে সন্ত্রাস ও মাদকমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি