টাঙ্গাইলে সরকার কর্তৃক আমন ধান সংগ্রহ অভিযান শুরু
মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
টাঙ্গাইলে অভ্যন্তরীন আমন ধান সংগ্রহ অভিযান শুরু করেছে জেলা খাদ্য বিভাগ।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম সদর উপজেলার বিশ্বাস বেতকা খাদ্য গুদামে ২০ নভেম্বর বুধবার এ কর্মসুচীর উদ্বোধন করেন। জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. কামাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খাদ্য মন্ত্রানালয় গবেষণা পরিচালক (ঢাকা) ফিরোজ আল মাহমুদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক মো. আব্দুর রাজ্জাক, সদর উপজেলা চেয়ারম্যান শাহ্জাহান আনছারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে খাদ্য ও কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, টাঙ্গাইল সদর উপজেলা থেকে ৩৫০ মেট্রিকটন ধান সরকারি ভাবে কৃষক দের কাছ থেকে সংগ্রহ করা হবে।