ডামুড্যায় বৃক্ষরোপণ অভিযান ও ফলদ বৃক্ষমেলা অনুষ্ঠিত।

সৈয়দ মেহেদী হাসান, শরীয়তপুর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ডামুড্যায় বৃক্ষরোপণ অভিযান ও ফলদ বৃক্ষমেলা উপলক্ষ্যে আলোচনা সভা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় বৃক্ষরোপণ অভিযান ও ফলদ বৃক্ষমেলা উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কতৃক আয়োজিত উপজেলা অফিসার্স ক্লাবে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর -৩ আসনের এমপি নাহিম রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা আক্তার, উপজেলা আওমীলীগ সভাপতি মাষ্টার কামাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবদুর রহমান বাবলু শিকদার, মুক্তিযুদ্ধা কমান্ডার মোঃ আবুল বাশার আবু।

উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার রতন কুমার ঘোষ, পিআইও নিউটন বাইন, উপজেলা প্রকৌশলী ইবনে মিজান, ডামুড্যা মুসলিম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুদুর রহমান সহ বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী ও কৃষকরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার রোজী অাকতার।

প্রধান অতিথি বক্তব্যে নাহিম রাজ্জাক বলেন, মানুষের আয় বেড়েছে। তাই নিজের শরীর ভালো রাখার জন্য ফলমূল খেতে হয়। তাই আমাদেরই প্রোয়োজনী ফলজ বৃক্ষ রোপন করবো।

অনুষ্ঠান শেষে কৃষক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফল বৃক্ষ বিতরন করা হয়।


  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!