ডুফার রেজিষ্ট্রেশন প্রাপ্তিতে উৎসব
অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ শিক্ষা বর্ষের ছাত্র-ছাত্রীদের সংগঠন ‘ডুফা’ সম্প্রতি রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানি (RJSC) তে সোসাইটি ক্যাটাগরিতে রেজিষ্ট্রেশন লাভ করেছে। রেজিষ্ট্রেশন প্রাপ্তিতে অদ্য ১২/০৭/২০১৯ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির অধ্যাপক হাবিবুল্লাহ মিলনায়তনে ‘ DUFA REGISTRATION CELEBRATION ‘ নামে উৎসবের আয়োজন করে। ডুফার সভাপতি এ কে এম এনায়েত হোসেন পল্লবের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ডঃ সৈয়দ নেয়ামুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ আখতারুজ্জামান ২৫ পাউন্ডের কেক কেটে কর্মসূচীর উদ্বোধন করেন।
এ উপলক্ষ্যে ভিসি অধ্যাপক আখতারুজ্জামান ডুফার ভূয়সী প্রশংসা করে বলেন ‘ ডুফা আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস সৃষ্টি করল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো সংগঠন থাকলেও একমাত্র ডুফা আইনগত পন্থায় অগ্রসর হওয়ায় সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানান। ভবিষ্যতে ডুফার পথ ধরে আরো সংগঠন এগিয়ে এসে বিশ্ববিদ্যালয় তথা দেশের সামগ্রিক উন্নয়নে তাদের মেধা কাজে লাগাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ডুফার কয়েকশো সদস্য তাদের পরিবার নিয়ে অংশগ্রহণ করে। ডুফার লোগো সংবলিত লাল ও সাদা রংয়ের টি শার্ট পরে ডুফার সদস্য এদিন পুরো ক্যাম্পাসে আনন্দঘণ পরিবেশের আবহ সৃষ্টি করে। ভবিষ্যতে ডুফা পরিকল্পিত কর্মসূচির মাধ্যমে সামাজিক উন্নয়নে ভুমিকা রাখবে বলে অনুষ্ঠানে জানানো হয়।