ড্যারেন স্যামি ইসলাম গ্রহণ করবেন!
আন্তর্জাতিক ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
ওয়েস্ট ইন্ডিজের দুবারের টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ড্যারেন স্যামি যাতে ইসলাম গ্রহণ করেন, সেজন্য দোয়া করার জন্য সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদি।
সামাজিক মাধ্যমে প্রচারিত এক ভিডিওবার্তঅয় জাভেদ বলেন, স্যামি ইসলাম নিয়ে পড়াশুনা করছেন।
তিনি বরেন, আমি দোয়অ করছি, তিনি যেন ইসলাম গ্রহণ করেন। তার পূর্ণ জ্ঞান রয়েছে। তিনি যেভাবে ইসলাম নিয়ে পড়াশোনা করছেন, তাতে আমি মনে করি, এটা হতে যাচ্ছে বিরাট একটি অর্জন। আমার কাছে, আমার পুরো দলের কাছে এটা একটা বিরাট ব্যাপার।
পেশোয়ার জালমির অধিনায়ক ছিলেন স্যামি। পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি নিজে থেকেই তার নাম প্রস্তাব করেন। তার নেতৃত্বে পেশোয়ার এবারের পিএসএল শিরোপা জয় করে।
লিগে খেলার সময় তিনি পশতু ভাষা শেখেন। ফাইনাল ম্যাচটি হয় লাহোরে। তখন অনেক খেলোয়াড় পাকিস্তানে খেলতে না চাইলেও স্যামি ছিলেন রাজি। তিনি তখন বলেছিলেন, জাভেদ আফ্রিদি তাকে যেখানে নিয়ে যাবেন, তিনি সেখানেই যাবেন।
সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন