তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে
সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
ভারী বর্ষন, উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলে ভয়ঙ্কর রূপে গর্জে উঠেছে তিস্তা।
আজ সোমবার সকাল ৯টায় দেশের সর্ববৃহৎ তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার ৩২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সকাল ৬টায় এই পয়েন্টে বিপদসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবহিত হচ্ছিল। যা তিন ঘন্টার ব্যবধানে দুই সেন্টেমিটার বৃদ্ধি পায়। এই পয়েন্টে বিপদসীমা ৫২ দশমিক ৪০ মিটার। গজলডোবার বেশ কিছু জলকপাট খুলে দেওয়ার কারনে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে বলে পানি উন্নয়ন বোর্ড সুত্র জানায়।
এদিকে তিস্তার ভয়াবহ বন্যা সৃস্টি হওয়ার সকালে বন্যা দূর্গত এলাকা পরিদর্শনে রয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম, ডিমলা উপজেলা নির্বাহীকর্মকর্তা রেজাউল করিম সহ স্থানীয় জনপ্রতিনিধিগন।
- কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।